করোনায় আক্রান্ত প্রেসিডেন্ট, কাচের বাক্সে হুইল চেয়ারে বসেই নিয়োগ দিলেন নতুন প্রধানমন্ত্রী

|

ছবি: সংগৃহীত।

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চেক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট মিলোস। তবে এরই মধ্যে দেশটির নতুন প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হয়েছেন মধ্য ডানপন্থী জোটের নেতা পেট্র ফিয়ালা। ফিয়ালার হাতে এই দায়িত্ব তুলে দিতে রোববার (২৮ নভেম্বর) নিয়োগের আনুষ্ঠানিকতায় যোগ দেন প্রেসিডেন্ট মিলোস। তবে করোনায় সংক্রমিত হওয়ায় তাকে কাচ ঘেরা একটি চেম্বারের মধ্যে হুইল চেয়ারে বসেই অনুষ্ঠানে যুক্ত হতে হয়। খবর রয়টার্সের।

এর আগে অসুস্থ হয়ে প্রায় ছয়মাস হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন প্রেসিডেন্ট মিলোস। হাসপাতালেই ফের তার শরীরে করোনা শনাক্ত হয়। তবে দেশের এই গুরুত্বপূর্ণ কাজে অসুস্থ শরীর নিয়েই হুইলচেয়ারে বসে উপস্থিত হন তিনি। তার সাথে ছিলেন একজন চিকিৎসকও।

আরও পড়ুন: সু চির বিরুদ্ধে মামলার রায় মঙ্গলবার; পেতে পারেন দীর্ঘমেয়াদি শাস্তি

উল্লেখ্য, নতুন প্রধানমন্ত্রী ফিয়ালা পাঁচটি মধ্য ও মধ্য ডানপন্থী দলের একটি ব্লকের নেতৃত্ব দিচ্ছেন। গত অক্টোবর মাসে অনুষ্ঠিত নির্বাচনে জয় পায় তার এই ব্লক। আর এর মাধ্যমেই ক্ষমতাচ্যুত হন দেশটির প্রধানমন্ত্রীর পদে থাকা আন্দ্রেজ বাবিস ও তার মিত্ররা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply