ইতালির উপকূল থেকে ২৪৪ অভিবাসনপ্রত্যাশী উদ্ধার

|

ছবি: সংগৃহীত

দীর্ঘ ১৬ ঘণ্টার শ্বাসরুদ্ধকর অভিযান শেষে ইতালির জলসীমা থেকে ভাসতে থাকা ২৪৪ অভিবাসনপ্রত্যাশীকে উদ্ধার করেছে ইতালির কোস্টগার্ড।

রোববার (২৮ নভেম্বর) পশ্চিমাঞ্চলীয় ক্যালাব্রিয়া উপকূল থেকে তাদেরকে উদ্ধার করা হয়। উদ্ধারকৃতদের মধ্যে ৪১ জনই শিশু।

ছোট মাছ ধরার নৌকায় ঝুঁকি নিয়ে সাগর পাড়ি দিচ্ছিল এই দলটি। বৈরী আবহাওয়ার কবলে পড়েন তারা। পরে নৌকাটি শনাক্ত করে উদ্ধার অভিযান চালায় কোস্টগার্ড। তবে বৈরী আবহাওয়ার কারণে জটিল পরিস্থিতিতে পড়তে হয় তাদেরকে।

জানা গেছে অভিবাসনপ্রত্যাশীরা বেশির ভাগই মধ্যপ্রাচ্য ও আফ্রিকার বাসিন্দা। উন্নত জীবনের আশায় অবৈধ পথে ইউরোপে পাড়ি জমাচ্ছিলেন তারা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply