আজই ভারতীয় পার্লামেন্টে উঠছে কৃষি আইন বিলোপের প্রস্তাব

|

ভারতীয় পার্লামেন্টে আজ শুরু হতে যাচ্ছে শীতকালীন অধিবেশন। প্রথম দিনই তোলা হবে বিতর্কিত ৩টি কৃষি আইন বিলোপের প্রস্তাব।

অধিবেশনে প্রস্তাবটি উত্থাপন করবেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী নরেন্দ্র সিং তোমার। ক্ষমতাসীন বিজেপিকে এ ইস্যুতে প্রশ্নবিদ্ধ করতে প্রস্তুত বিরোধী দলগুলো। কারণ, তীব্র বাধার মুখেই গত বছর আইনগুলো পাস করানো হয় পার্লামেন্টে। কিন্তু কৃষকদের তীব্র আন্দোলনের সামনে নতি স্বীকারে বাধ্য হন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

১৯ নভেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী ঘোষণা দেন, বিলুপ্ত হবে বিতর্কিত ৩টি কৃষি আইন। তবে আইন বিলোপের ঘোষণা কার্যকর না হওয়া পর্যন্ত আন্দোলন বহাল রাখার ঘোষণা দিয়েছেন কৃষকরা। আজও বিক্ষুব্ধ কৃষকরা পার্লামেন্ট অভিমুখে পদযাত্রার কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন তারা।

আরও পড়ুন : চীনের বিমানবন্দরকে ভারতের বিমানবন্দর বলে টুইট বিজেপি মন্ত্রীর!

২৫ দিনের শীতকালীন অধিবেশনে তোলা হবে ৩৭টি বিল। যার অন্যতম, ক্রিপ্টোকারেন্সিকে আনুষ্ঠানিক বিধিমালার আওতায় আনার প্রস্তাব। এর ফলে বিদেশে কালো টাকা পাচার ও দুর্নীতি নিয়ন্ত্রণ সম্ভব বলে দাবি সরকারের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply