নবীনগর ও সরাইলের ২১ ইউনিয়নের মাত্র ৬ টিতে জয় পেয়েছে নৌকার প্রার্থী

|

ফাইল ছবি।


ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি:

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর ও সরাইল উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার প্রার্থীদের ভরাডুবি হয়েছে। এর মধ্যে নবীনগরের ১২ ইউনিয়নে হওয়া ভোটে চারটিতে নৌকার প্রার্থী জিতেছে। সরাইলের নয় ইউনিয়নের মাত্র দুইটিতে নৌকার প্রার্থী জয়লাভ করেছে। দুই উপজেলাতেই শান্তিপূর্ণ ভোট হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নবীনগরের শ্যামগ্রামে নৌকার শামসুজ্জামান খাঁন, বীরগাঁওয়ে নৌকার আনোয়ার হোসেন, সাতমোড়ায় নৌকার জসিম উদ্দিন, ইব্রাহিমপুরে নৌকার আবু মুছা, পূর্ব ইউনিয়নে চশমার হেলাল উদ্দিন, পশ্চিমে আনারসের নূর আলম, লাউর ফতেহপুরে ঘোড়ার জাহাঙ্গীর আলম, সলিমগঞ্জে আনারসের আশিকুর রহমান, শ্রীরামপুরে ঘোড়ার জাকি উদ্দিন, রতনপুরে আনারসের গোলাম মোস্তফা, জিনোদপুরে আনারসের মো. রবিউল, রসুল্লাবাদে আনারস প্রতীকের খন্দকার মনির হোসেন জয়লাভ করেন। এ ছাড়া বড়িকান্দিতে নৌকা প্রতীকের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করে।

আরও পড়ুন: ফরিদপুরে ১৫ ইউনিয়নের ১৪ টিতেই নৌকা প্রার্থীর পরাজয়

সরাইল সদরে মোটর সাইকেল প্রতীকের আব্দুল জব্বার, অরুয়াইলে লাঙ্গলের মোশারফ হোসেন, কালিকচ্ছে মোটর সাইকেলের ছায়েদ হোসেন, নোঁয়াগাওয়ে চশমার মুনসুর আহমেদ, শাহবাজপুরে নৌকার খায়রুর হুদা, শাহজাদাপুরে নৌকার আছমা আক্তার, চুন্টায় আনারসের মো. হুমায়ুন, পানিশ্বরে মোটরসাইকেলের মোস্তাফিজুর রহমান, পাকশিমুলে আনারস প্রতীকের প্রার্থী মো. কাউছার জয়লাভ করেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply