‘সাকিব ভাই না থাকলে তার ভূমিকা আমাকে পালন করতে হয়’

|

পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটির তৃতীয় দিন শেষ হয়েছে। যেখানে বাংলাদেশের প্রথম ইনিংসে করা ৩৩০ রানের জবাবে নিজেদের প্রথম ইনিংসে ২৮৬ রান সংগ্রহ করে পাকিস্তান। ফলে বাংলাদেশ প্রথম ইনিংসে লিড পায় ৪৪ রানের। টেস্টের তৃতীয় দিনের শেষ সেশনে নিজেদর দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে ৩৯ রানে ৪ উইকেট হারিয়ে দিন শেষ করে মুমিনুল হক বাহিনী।

প্রথম ইনিংসে বাংলাদেশের ৩৩০ রানের জবাবে পাকিস্তান নিজেদের প্রথম ইনিংসে টেস্টের দ্বিতীয় দিনে তোলে বিনা উইকেটে ১৪৫ রান। কিন্তু তৃতীয় দিনে ব্যাট করতে নেমে বাহাতি স্পিনার তাইজুল ইসলামের তোপের মুখে পড়ে বাবর আজম বাহিনী। পাকবাহিনীকে ২৮৬ রানে আটকে রাখতে একাই শিকার করেন ৭ উইকেট।

আরও পড়ুন: ৭ উইকেট নিয়ে যতগুলো রেকর্ড গড়লেন তাইজুল

ইনজুরির কারণে এই ম্যাচে খেলতে পারছেন না বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। তাই তাইজুল দিনের খেলা শেষে বলেন, সাকিব ভাই খেললে আমাকে এক ধরনের দায়িত্ব পালন করতে হয়। আর না খেললে আরেক দায়িত্ব। সে না খেললে উইকেট নেয়া ও ইকোনমি বজায় রাখা দুই কাজই আমাকে করতে হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply