ভারতের প্রথম খেলোয়াড় হিসেবে যে রেকর্ড গড়লেন আইয়ার

|

ছবি: সংগৃহীত

কানপুরে নিউজিল্যান্ডের বিপক্ষে অভিষেক হয় ভারতীয় খেলোয়াড় শ্রেয়াস আইয়ারের। অভিষেক টেস্টেই প্রথম ইনিংসে সেঞ্চুরি করার পর দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চরি করেন এ মিডল অর্ডার ব্যাটসম্যান। প্রথম ভারতীয় হিসেবে এ রেকর্ড গড়লেন আইয়ার।

তবে ভারতের আর কেউ করতে না পারলেও আন্তর্জাতিক টেস্টে এই রেকর্ড গড়েছেন আরও ১৬ জন ব্যাটসম্যান। আইয়ারের এই পারফরমেন্সেই জয়ের পথে ভারত।

আগামীকাল সোমবার (২৯ নভেম্বর) কানপুর টেস্টের পঞ্চম দিন। ২৮৪ রানের টার্গেটে জয়ের জন্য শেষ এই দিনে নিউজিল্যান্ডের জন্য দরকার আরও ২৮০ রান। যা তোলা তুলনামূলক কঠিন। অপরপক্ষে ভারতের জয়ের জন্য দরকার ৯ উইকেট।

এর আগে প্রথম ইনিংসে টস জিতে ব্যাটিং করতে নেমে প্রথম ইনিংসে ৩৪৫ রান করে ভারত। জবাবে প্রথম ইনিংসে ২৯৬ রান তোলে নিউজিল্যান্ড। আর ভারত তাদের দ্বিতীয় ইনিংসে চতুর্থ দিনের তৃতীয় সেশনে ৭ উইকেটে ২৩৪ রান করে ইনিংস ডিক্লেয়ার করে। ফলে কিউইদের জন্য টার্গেট দাড়ায় ২৮৪ রান। এই টার্গেটে খেলতে নেমে দলীয় তৃতীয় ওভার ও ৩ রানেই উইকেট হারায় সফরকারীরা। পরে ব্যাডলাইটের জন্য খেলা বন্ধ করে দেয়া হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply