জমি অধিগ্রহণে ভুক্তভোগীদের ক্ষতিপূরণ দেয়ার প্রতিশ্রুতি গাজীপুরের ভারপ্রাপ্ত মেয়রের

|

ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ

গাজীপুর সিটি করপোরেশনের নির্বাচিত মেয়র জাহাঙ্গীর আলমকে বরখাস্তের পর ভারপ্রাপ্ত মেয়র হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন আসাদুর রহমান কিরণ। এর আগে স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্যানেল মেয়র হিসেবে আসাদুর রহমান কিরণসহ তিনজনকে প্যানেল মেয়র মনোনীত করা হয়।

রোববার (২৮ নভেম্বর) দুপুরে দায়িত্ব গ্রহণ করে কিরণ বলেন, জমি অধিগ্রহণ না করে যাদের ক্ষতি করা হয়েছে, স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কথা বলে তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করা হবে। কিরণ বলেন, নগরবাসীর প্রত্যাশা বাস্তবায়নে অনুপযোগী রাস্তাগুলো দ্রুত সময়ের মধ্যে উপযোগী করা হবে।

আরও পড়ুন: বরখাস্ত মেয়র জাহাঙ্গিরের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলা

এর আগে বিদায়ী মেয়রের বিতর্কিত কর্মকাণ্ডের সমালোচনা করেন উপস্থিত নেতৃবৃন্দ। মেয়র জাহাঙ্গীরকে সিটি করপোরেশনে অবাঞ্চিত ঘোষণা করেন এবং নগর ভবন থেকে তার ছবি নামিয়ে ফেলেন। এ সময় মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আতাউল্লাহ মন্ডল, যুগ্ম সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, নগর যুবলীগের আহবায়ক কামরুল আহসান সরকার রাসেল, কাউন্সিলর আব্দুল আল মামুন মন্ডল, সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আমিনুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply