ওমিক্রন প্রতিরোধে নিউইয়র্কে জরুরি অবস্থা জারি

|

ছবি: সংগৃহীত।

করোনা ভাইরাসের নতুন ভেরিয়েন্ট ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে জাতীয় জরুরি অবস্থা জারি করেছে নিউইয়র্ক। রাজ্যটির গভর্নর ক্যাথি হোচৌল স্থানীয় সময় শুক্রবার এই ঘোষণা দেন। তিনি জানান, এই রাজ্যে এখনও ওমিক্রন শনাক্ত না হলেও আগে থেকেই আমরা সতর্কতামূলক পদক্ষেপ গ্রহণ করছি। খবর নিউ ইয়র্ক টাইমসের।

এর আওতায় নতুনভাবে ওমিক্রনের সংক্রমণ রুখতে নিউইয়র্কের হাসপাতালগুলোকেও পরিপূর্ণরূপে প্রস্তুত হতে নির্দেশ দেয়া হয়েছে। পাশাপাশি যে কোনো জরুরি চিকিৎসার সরঞ্জামও দ্রুত সময়ের মধ্যে সরবরাহ করা হবে বলে জানিয়েছেন ক্যাথি হোচৌল। জানা গেছে, আগামী ১৫ ডিসেম্বর আবারও পরিস্থিতি পর্যবেক্ষণ করে নতুন কোনো সিদ্ধান্ত নেয়া হবে কি না তা পর্যালোচনা করা হবে।

আরও পড়ুন: ওমিক্রন নিয়ে নির্দেশনা দিতে বিদেশ যাওয়ার মাঝপথেই দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

উল্লেখ্য, বর্তমানে বিশ্বে নতুন করে মাথা ব্যাথার কারণ হয়ে দাঁড়িয়েছে ওমিক্রন। প্রথমে দক্ষিণ আফ্রিকায় এই ভেরিয়েন্ট শনাক্ত হলেও বর্তমানে ব্রিটেন, জার্মানি ও ইতালিতেও শনাক্ত হয়েছে ওমিক্রন। এশিয়ার দেশ ইসরায়েল এবং হংকং শহরেও মিলেছে এর অস্তিত্ব। তাই আগে ভাগেই এ নিয়ে প্রস্তুতি নিচ্ছে সব দেশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply