২৬ ডিসেম্বর থেকে ঘাটারচর-কাঁচপুর রুটে বাস চলাচল শুরু

|

ঢাকা নগর পরিবহন নামে রাজধানীর ঘাটারচর থেকে কাঁচপুর পর্যন্ত নতুন রুটে বাস চলাচল শুরু হবে ২৬ ডিসেম্বর থেকে।

রোববার (২৮ নভেম্বর) নগর ভবনে বাস রেশনালাইজেশন কমিটির সভা শেষে একথা জানান উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

মেয়র আতিকুল ইসলাম জানান, প্রাথমিকভাবে বিআরটিসির ৩০টি ডাবল ডেকার দিয়ে এ রুটে চলাচল শুরু হবে। পর্যায়ক্রমে মোট ১০০টি বাস সংযোজন করা হবে। বলেন, কোনো বেসরকারি প্রতিষ্ঠান এ রুটে বাস চালাতে চাইলে ১২ ডিসেম্বরের মধ্যে আবেদন করতে হবে। একইসঙ্গে বৈঠকে তিনটি সিদ্ধান্তের কথা জানান দুই সিটি মেয়র।

আরও পড়ুন: ওমিক্রন নিয়ে নির্দেশনা দিতে বিদেশ যাওয়ার মাঝপথেই দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

দক্ষিণের মেয়র ফজলে নূর তাপস বলেন, নির্দিষ্ট রুট ছাড়া কোনো গাড়ি চললে কঠোর ব্যবস্থা নেয়া হবে। ১ ডিসেম্বর থেকে ফিটনেসবিহীন গাড়ি ও সড়কে অনিয়ম বন্ধে অভিযান শুরু হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply