অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে যুক্তরাষ্ট্রে লাখো মানুষের বিক্ষোভ

|

যুক্তরাষ্ট্রে অস্ত্র নিয়ন্ত্রণ আইন প্রণয়নের দাবিতে সারা বিশ্বের বিভিন্ন শহরে ৮শ’র বেশি বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

‘মার্চ ফর আওয়ার লাইভস’ শীর্ষক কর্মসূচিতে, শুধু যুক্তরাষ্ট্রেই অংশ নেন নিউইয়র্ক, ওয়াশিংটন, ক্যালিফোর্নিয়া, জর্জিয়াসহ বিভিন্ন রাজ্যের ৫ লাখ মার্কিনি। যাদের অধিকাংশই শিক্ষক ও শিক্ষার্থী।

গেল মাসে ফ্লোরিডার একটি স্কুলে বন্দুকধারীর হামলায় প্রাণে বেঁচে যাওয়া শিক্ষার্থীদের উদ্যোগে এ প্রতিবাদ সমাবেশ আয়োজিত হয়। আগ্নেয়াস্ত্র ও উচ্চ সক্ষমতার ম্যাগাজিন বিক্রি নিষিদ্ধকরণ এবং ক্রেতার ইতিহাস যাচাইয়ের মাধ্যমে সীমিত পরিসরে অস্ত্র বিক্রির দাবি জানান বিক্ষোভকারীরা। সংহতি জানিয়ে বিক্ষোভ হয়েছে লন্ডন, প্যারিস, বার্লিন, সিডনিসহ বিশ্বের অন্যান্য শহরেও।

এদিকে যুক্তরাষ্ট্রে অস্ত্রের খুচরা যন্ত্রাংশ কেনাবেচা নিষিদ্ধ করার প্রস্তাব দিয়েছে মার্কিন বিচার বিভাগ। অস্ত্র নিয়ন্ত্রণ আইনের দাবিতে দেশটি জুড়ে ব্যাপক বিক্ষোভ সমাবেশের পরই আসে এ ঘোষণা।

শনিবার এ প্রস্তাব দেন মার্কিন অ্যাটর্নি জেনারেল জেফ সেশন্স। এক বিবৃতিতে তিনি বলেন, আধা-স্বয়ংক্রিয় অস্ত্রকে সম্পূর্ণ স্বয়ংক্রিয় অস্ত্রে পরিণত করার মতো সব ধরনের খুচরা যন্ত্রাংশ বিক্রি বন্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply