২৪ ঘণ্টায় ৫ হাজারের বেশি মৃত্যু

|

২৪ ঘণ্টায় বিশ্বজুড়ে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যু হলো আরও ৫ হাজারের বেশি মানুষের। শনিবার (২৭ নভেম্বর) বিশ্বব্যাপী নতুন শনাক্ত ৪ লাখ ৭৪ হাজারের ওপর।

এদিন মৃতের দিক দিয়ে শীর্ষে ছিল রাশিয়া আর শনাক্তে যুক্তরাষ্ট্র। শনিবার ১২শর বেশি মানুষের মৃত্যু হয়েছে রাশিয়ায়। দেশটিতে ২ লাখ ৭১ হাজার মানুষের শরীরে মেলে ভাইরাসের উপস্থিতি।

রাশিয়ার পরেই ছিল ইউক্রেনের অবস্থান। গেল ২৪ ঘণ্টায় ৫৬৮ জনের মৃত্যু লিপিবদ্ধ হয়েছে দেশটিতে। এছাড়াও ইউক্রেনে ৫৬৮ জন, পোল্যান্ডে ৩৭৮ জন ও ব্রাজিলে ২৩৬ জন মারা গেছেন করোনায়। আর ২৪ ঘণ্টায় পরীক্ষায় যুক্তরাষ্ট্রে করোনা পজেটিভ হয়েছেন প্রায় ৮ লাখের বেশি মানুষ।

এদিকে, করোনার নতুন ধরণ ওমিক্রন ভ্যারিয়েন্ট নিয়ে উদ্বেগে গোটা বিশ্ব। এর প্রভাবে চতুর্থ ঢেউয়ে আবারও ভয়াবহতা ছড়ানোর আশঙ্কা করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply