সামরিক সক্ষমতা বাড়াবে জাপান

|

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা।

চীন ও উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকি মোকাবিলায় সামরিক শক্তি বাড়ানোর ঘোষণা দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। এ সময় দেয়া ভাষণে তিনি দেশটির সামরিক শক্তি বাড়ানোর কথা বলেন। খবর আলজাজিরার।

শনিবার (২৭ নভেম্বর) জাপানের সেনাবাহিনীর সক্ষমতা পর্যবেক্ষণ উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সামরিক সাজে হাজির হন প্রধানমন্ত্রী কিশিদা। এ সময় মি. কিশিদা বলেন, জাপান সাগরের পরিস্থিতি দ্রুত বদলে যাচ্ছে। অতীতের যে কোনো সময়ের চেয়ে এখন সবচেয়ে আশঙ্কাজনক পরিস্থিতি সেখানে। আমাদের প্রতিবেশী দেশগুলো ক্রমাগত বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালিয়ে চলমান পরিস্থিতিকে আরও উদ্বেগজনক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে। এ অবস্থায় জাপানের প্রতিরক্ষা ব্যবস্থা ঢেলে সাজানোর কোনো বিকল্প নেই।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply