বিশ্ববাজারে আবারও কমলো তেলের দাম

|

ছবি: সংগৃহীত।

বিশ্ববাজারে হঠাৎ করে জ্বালানি তেলে বড় দরপতন হয়েছে। মাত্র এক দিনের ব্যবধানে ব্যারেলপ্রতি কমেছে ১০ ডলার। শনিবার (২৭ নভেম্বর) প্রতি ব্যারেল অপরিশোধিত ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেল ১০ ডলার ২২ সেন্ট বা ১৩ শতাংশের বেশি কমে ৬৮ ডলার ১৭ সেন্টে বিক্রি হয়েছে।

আরও পড়ুন: বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস যাওয়া ৬১ যাত্রীর শরীরে করোনা শনাক্ত

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে জানা যায়, ২০২০ সালের এপ্রিলের পর আন্তর্জাতিক বাজারে এটিই তেলের সবচেয়ে বড় দরপতন। তেলের দাম আরও কমে যেতে পারে। বিশ্লেষকরা বলছেন, করোনার নতুন ধরনের কারণে বিশ্ব অর্থনীতিতে সঙ্কট দেখা দিতে পারে। কমে যেতে পারে বৈশ্বিক অর্থনৈতিক প্রবৃদ্ধি। যার ফলে বিশ্ববাজারে জ্বালানি তেলের চাহিদাও কমে যেতে পারে। আর এই ভয়েই তেলের দামে বড় পতন হয়েছে।

উল্লেখ্য, ২০২০ সালের ডিসেম্বরে প্রতি ব্যারেল অপরিশোধিত তেলের দাম ছিল ৪২ ডলার। এরপর তা বেড়ে চলতি বছরের ২৭ অক্টোবর ৮৫ ডলার ছাড়িয়ে ৮৫ দশমিক ০৭ ডলারে ওঠে। যদিও এরপর থেকেই তা কমতে থাকে।

আরও পড়ুন: মুসলিম বিদ্বেষী মন্তব্য করে সমালোচনার মুখে মার্কিন সিনেটর


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply