অবশেষে স্নাতক পাশের দেড় বছর পর অক্সফোর্ডের ‘স্বীকৃতি’ পেলেন মালালা

|

ছবি: সংগৃহীত।

শান্তিতে নোবেল জয়ী মালালা ইউসুফজাই আনুষ্ঠানিকভাবে লন্ডনের অক্সফোর্ড ইউনিভার্সিটি থেকে স্নাতক হলেন। এই খুশির মুহূর্তের ছবি তিনি পোস্ট করেছেন নিজের ভেরিফায়েড ইনস্টাগ্র্রাম অ্যাকাউন্টে। সেখানে তার সাথে ছিলেন স্বামী আসার মালিক। খবর ডেইলি মেইলের।

মূলত দেড় বছর আগেই অক্সফোর্ড থেকে দর্শন, রাজনীতি ও অর্থনীতিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন ২৪ বছর বয়সী মালালা। করোনা মহামারির কারণে সার্টিফিকেট দেয়ার দিন পিছিয়ে দেয়া হয়। তবে শুক্রবার (২৬ নভেম্বর) এই সনদ হাতে পান মালালা।

উচ্ছ্বাস প্রকাশ করে মালালা ইন্সটাগ্রামে লেখেন, ‘দৃশ্যত এবারে আমি একটি ডিগ্রি অর্জন করলাম’। সেখানে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন তিনি। মালালাকে স্বামী, পরিবারের সদস্য ও বন্ধুদের সাথে দেখা গেছে ছবিতে। এ সময় অক্সফোর্ডের ইংল্যান্ড ক্যাম্পাসে তাকে সমাবর্তনের কালো গাউন ও টুপিতে দেখা যায়।

মালালার ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন স্বামী আসার মালিকও। তিনি লিখেছেন, যে স্থানে আমাদের প্রথম দেখা হয়েছিল, মালালার স্নাতক হওয়ার দিনে তা আরও বিশেষ হয়ে উঠলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply