বিমানে দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস যাওয়া ৬১ যাত্রীর শরীরে করোনা শনাক্ত

|

ছবি: সংগৃহীত

দক্ষিণ আফ্রিকা থেকে নেদারল্যান্ডস যাওয়া বিমানের দুটি ফ্লাইটের ৬১ জন যাত্রীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এরইমধ্যে আক্রান্তদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তবে, তাদের কেউ নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনে আক্রান্ত হয়েছেন কিনা তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নতুন ভ্যারিয়েন্ট শনাক্তে আক্রান্তদের ফের পরীক্ষা করা হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বিমানের ফ্লাইট দুটিতে মোট ৬০০ জন যাত্রী ছিল।

এর আগে, দক্ষিণ আফ্রিকায় করোনার নতুন ভ্যারিয়েন্ট ‘ওমিক্রন’ শনাক্ত হওয়ার পরপরই এটিকে ভয়ঙ্কর আখ্যা দিয়ে উদ্বেগ জানায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা। এর বিস্তার ঠেকাতে দক্ষিণ আফ্রিকাসহ তার প্রতিবেশি দেশগুলোর ওপর ভ্রমণ নিষেধাজ্ঞা দেয় পশ্চিমা দেশগুলো।

সংক্রমণ ঠেকাতে দক্ষিণ আফ্রিকা থেকে ফ্লাইট চলাচল সীমিত করে নেদারল্যান্ডসও। এছাড়া সম্প্রতি করোনার প্রকোপ বেড়ে যাওয়ায় নাগরিকদের ওপর বেশকিছু বিধিনিষেধও আরোপ করেছে নেদারল্যান্ডস।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply