মুসলিম বিদ্বেষী মন্তব্য করে সমালোচনার মুখে মার্কিন সিনেটর

|

ছবি: সংগৃহীত

মুসলিম বিদ্বেষী মন্তব্য করে তীব্র সমালোচনার মুখে মার্কিন রিপাবলিকান সিনেটর লরেন বোয়েবার্ট। তিনি সদ্য সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমর্থক হিসেবে পরিচিত।

শুক্রবার (২৭ নভেম্বর) নিজের মন্তব্যের জন্য অবশ্য ক্ষমাও চেয়েছেন লরেন বোয়েবার্ট।

এর আগে কলোরাডোয় এক আয়োজনে ডেমোক্র্যাটিক সিনেটর ইলহান ওমরকে নিয়ে কটুক্তি করেন লরেন। ইলহানকে ক্যাপিটল হিলের ‘জিহাদ স্কোয়াড’ এর সদস্য আখ্যা দিয়ে ঠাট্টা করেন তিনি।

যা তীব্র প্রতিক্রিয়ার জন্ম দেয় মার্কিন রাজনীতিবিদদের মধ্যে। লরেনের ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমেও। সেখানেও সমালোচিত হয় তার মন্তব্য।

পরে এক টুইটবার্তায় মুসলিম সম্প্রদায়ের কাছে ক্ষমাপ্রার্থনা করেন লরেন। জানান, ইলহান ওমরের সাথে সরাসরি কথা বলবেন। অহেতুক বিতর্কের পরিবর্তে গুরুত্বপুর্ণ ইস্যুতে মনোযোগ দেয়ার কথাও বলেন এই রিপাকলিকান সিনেটর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply