হামাসকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’র তালিকাভুক্ত করলো যুক্তরাজ্য

|

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের গাজায় বর্তমানের শাসকগোষ্ঠী হামাসকে আনুষ্ঠানিকভাবে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ হিসেবে তালিকাভুক্ত করেছে যুক্তরাজ্য। শুক্রবার (২৬ নভেম্বর) এ সংক্রান্ত একটি প্রস্তাব পাশ হয় দেশটির পার্লামেন্টে। এরপরই আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা আসে। বিষয়টি প্রকাশ করা হয়েছে যুক্তরাজ্যের সরকারি ওয়েবসাইট গভ ডট ইউকে’তে।

নতুন প্রকাশিত এ সংক্রান্ত নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে হামাসের রাজনৈতিক ও প্রশাসনিকসহ সকল শাখাকে সন্ত্রাসী গোষ্ঠী হিসেবে বিবেচনা করা হবে। তাই এবার থেকে কেউ এই গোষ্ঠীর সাথে যুক্ত থাকলে বা সমর্থন করলে তা ফৌজদারি অপরাধ হিসেবে গণ্য করা হবে। আর এরজন্য অভিযুক্তের ১৪ বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে।

আরও পড়ুন: হিজবুল্লাহকে কালো তালিকাভুক্ত করলো অস্ট্রেলিয়া

এর আগে, ১৯৯৫ সালে হামাসকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। এ নিয়ে ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেন, মিত্র দেশগুলোর সমর্থনেই এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply