ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে আইন চায় হেফাজত

|

ছবি: সংগৃহীত

ইসলাম অবমাননাকারীর বিরুদ্ধে সংসদে আইন প্রনয়নের দাবি জানিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ। আজ (২৭ নভেম্বর) দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত সম্মেলনে সংগঠনের নেতারা বলেন, রাসুল ও কোরানের অবমাননাকারী মুরতাদ। তার একমাত্র শাস্তি ফাঁসি। ইসলামের অবমাননাকারীর শাস্তির দাবিতে সংসদে আইন পাশের দাবি জানান তারা।

এছাড়া, বন্দি নেতাদের অবিলম্বে মুক্তির দাবি জানিয়েছে সংগঠনটি। সম্মেলনে উপস্থিত হেফাজত নেতারা আরও বলেন, হেফাজত কোনো রাজনৈতিক সংগঠন নয়। ক্ষমতায় কে আসলো বা আসবে তা জানতে চায় না হেফাজত। কেবল ইসলাম ও দ্বীনের খেদমত করবে সংগঠনটি। দুনিয়াবি কোনো ক্ষমতার মোহেও নেই এই সংগঠনের নেতাকর্মীরা।

উপস্থিত হেফাজত নেতারা আরও বলেন, দেশে ইসলামের আইন বাস্তবায়ন হলে কোনো সংখ্যালঘু নির্যাতিত হবে না। কারণ, ইসলাম অন্যের ক্ষতি করে না। আর ইসলামের নামে যারা অন্যকে নির্যাতন করে তারা দেশ ও ইসলামের শত্রু।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply