ইরানের সাথে পরমাণু আলোচনা; যুক্তরাষ্ট্রের হুমকিতে ক্ষোভ চীন-রাশিয়ার

|

ছবি: সংগৃহীত

ইরানের সাথে পরমাণু আলোচনা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হুমকিতে ক্ষোভ জানিয়েছে চীন-রাশিয়া। এক যৌথ বিবৃতিতে তারা মনে করিয়ে দেন, ইরানকে চাপ দিয়ে কোনো সমাধান আসবে না।

শুক্রবার (২৬ নভেম্বর) আন্তর্জাতিক আনবিক শক্তি সংস্থা-আইএইএ’র বিশেষ অধিবেশনে অংশ নেন চীনা রাষ্ট্রদূত ওয়াং কুন ও রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ। এই অধিবেশনেই এই বিবৃতি দেয় দেশদুটি।

আইএইএর রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ বলেন, অপ্রয়োজনীয় কথা বলে সময় নষ্ট করতে চাই না। একটি গঠনমূলক সমাধান চাই। ইরানের সাথে দীর্ঘদিন যোগাযোগ না হওয়ায় যুক্তরাষ্ট্র সম্ভবত ভুলে গেছে, তাদের চাপ দিয়ে কিছু আদায় সম্ভব নয়। বরং সেক্ষেত্রে তারা আরও প্রতিরোধ করবে। আমরা বিশ্বাস করি, পরস্পরকে হুমকি-ধামকির বদলে গঠনমূলক আলোচনা হওয়া দরকার।

আইএইএর চীনা প্রতিনিধি ওয়াং কুন বলেন, যুক্তরাষ্ট্র দ্বিমুখী নীতি অনুসরণ করছে। একই ইস্যুতে অন্য দেশ আর ইরানের ক্ষেত্রে ভিন্ন পদক্ষেপ তাদের।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply