মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গ নিষিদ্ধ করলেন ট্রাম্প

|

মার্কিন সেনাবাহিনীতে তৃতীয় লিঙ্গের সদস্য নিয়োগ নিষিদ্ধ করলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুক্রবার এ বিষয়ক একটি মেমো সই করেন তিনি।

এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে উন্নত এবং শক্তিশালী সামরিক বাহিনী গড়তে চায় যুক্তরাষ্ট্র। সেনাবাহিনীতে সেবা দেয়ার জন্য মেডিকেল পরীক্ষায় অযোগ্য তৃতীয় লিঙ্গের মানুষরা। এজন্য সেনাবাহিনীতে কর্মরতদের সরিয়ে না নেয়া পর্যন্ত নতুনভাবে নিয়োগ না দেয়ার আদেশ জারি করা হয়েছে।

ট্রাম্প প্রশাসন বলছে, মার্কিন সামরিক খাতে কর্মরত রয়েছে প্রায় ৯ হাজার তৃতীয় লিঙ্গের মানুষ। তবে ২০১৬ সালের জুন থেকে এখন পর্যন্ত নিয়োগ পেয়েছেন মাত্র ৯৩৭ জন। এদিকে ট্রাম্পের এমন সিদ্ধান্তকে নিন্দা জানিয়েছে মানবাধিকার সংগঠনগুলো। তারা বলেছে, বৈষম্যের নীতি জাতির জন্য ক্ষতিকর।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply