জার্মানিতে করোনার চতুর্থ ঢেউ

|

ছবি: সংগৃহীত

জার্মানিতে আশঙ্কাজনক হারে বাড়ছে করোনার প্রকোপ। চতুর্থ ঢেউ মোকাবিলায় দেশটির দুটি অঙ্গরাজ্যে বন্ধ করে দেয়া হয়েছে খ্রিস্ট ধর্মের সবচেয়ে বড় উৎসব বড়দিনের আয়োজন। সংক্রমণ এড়াতে দেশটিতে নতুন করে দেয়া হয়েছে বিধিনিষেধ।

শীতের শুরুতেই জার্মানিতে আঘাত হেনেছে করোনার চতুর্থ ঢেউ। প্রতিদিনই দেশটিতে প্রায় ৬০ হাজার মানুষ আক্রান্ত হচ্ছে কোভিডে। দেশটিতে করোনায় মোট মৃত্যু ছাড়িয়েছে লাখের ঘর।

ইউরোপ জুড়ে যখন বড়দিন উদযাপনে প্রস্তুতি চলছে তখন জার্মানিতে উল্টো চিত্র। সংক্রমণের তীব্রতা বেড়ে যাওয়ায় নানা বিধিনিষেধ আরোপ করছে দেশটির সরকার। এরইমধ্যে দুটি অঙ্গরাজ্যে বন্ধ করা হয়েছে বড়দিন আয়োজনের প্রস্তুতি। এতে স্থানীয়দের পাশাপাশি হতাশ দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও।

এছাড়া দেশটির বাসিন্দাদের জন্য আরোপ করা হয়েছে বেশকিছু বিধিনিষেধ। কর্মক্ষেত্রে যেতে হলে নিতে হবে ভ্যাকসিন, অথবা থাকতে হবে করোনা নেগেটিভ সার্টিফিকেট। গণপরিবহন, পানশালা, রেস্তোরাঁয় যেতেও মানতে হবে এসব নিয়ম।

শুধু জার্মানিই নয়, পুরো ইউরোপেই বাড়ছে করোনার প্রকোপ। আর এজন্য টিকা নেয়ার অনীহাকেই দুষছেন বিশেষজ্ঞরা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply