ভোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধ হয়ে নিহত ১

|

ভোলা প্রতিনিধি:

ভোলার দৌলতখানের মদনপুরে নির্বাচন পরবর্তী সহিংসতায় পরাজিত প্রার্থী জামাল উদ্দিন (সকেট) এর গুলিতে নির্বাচিত চেয়ারম্যান নাসিরুদ্দিন নান্নু বেঁচে গেলেও গুলিবিদ্ধ হয়ে নিহত হয়েছেন ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক খোরশেদ আলম টিটু (৩৫)। নিহত টিটু চেয়ারম্যান নান্নুর পক্ষের সমর্থক এবং সদর উপজেলার ধনিয়া ইউনিয়ন যুবলীগের সাংগঠনিক সম্পাদক।

শুক্রবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় ভোলা সদরের নাছির মাঝি সংলগ্ন মেঘনা নদীতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জামাল উদ্দিন (সকেট) এবং নবনির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন (নান্নু) গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়। নিহত খোরশেদ আলম ভোলা সদরের ধনিয়া ইউনিয়নের কানাইনগর গ্রামের মৃত তছির আহমেদের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দ্বিতীয় দফা ইউপি নির্বাচনে দৌলতখানের মদনপুর ইউনিয়নের বিজয়ী চেয়ারম্যান নাছির উদ্দিন (নান্নু)’র সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। ওই অনুষ্ঠানে যোগ দেন ভোলার ছাত্রলীগ-যুবলীগসহ জেলার বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। অনুষ্ঠান থেকে ফেরার পথে নাছিরমাঝি নামক এলাকায় আসলে হঠাৎ পিছন থেকে স্পিডবোট বোট যোগে এসে একই ইউনিয়নের স্বতন্ত্র প্রার্থী সকেট জামালসহ একদল সন্ত্রাসী ট্রলারে থাকা নির্বাচিত চেয়ারম্যান নাসির উদ্দিন নান্নুর দিকে গুলি ছোড়ে।

এতে ট্রলারের মাঝি ট্রলারটিকে ঘুরিয়ে স্পিডবোটকে ধাক্কা দিলে স্পিডবোটটি উল্টে যায। একপর্যায়ে সন্ত্রাসীরা নদীতে পড়ে গিয়ে এলোপাথাড়ি গুলি ছুঁড়তে থাকে। এতে চেয়ারম্যান নাসিরুদ্দিন নান্নু প্রাণে বেঁচে গেলেও ট্রলারে থাকা টিটু নামে এক যুবলীগ নেতা গুলিবিদ্ধ হয়।

পরে স্থানীয়দের সহায়তায় গুলিবিদ্ধ টিটুকে ভোলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎক তাকে মৃত ঘোষণা করেন। এ নিয়ে পুরো শহর জুড়ে উত্তেজনা বিরাজ করছে।

ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্তকর্তা (ওসি) এনায়েত হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গুলিবিদ্ধ হয়ে হাসপাতালে একজন মারা গেছেন। নিহতের পরিবারের পক্ষ থেকে একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তিনি।

এদিকে ঘটনাস্থল থেকে ভোলা সদর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) সুবির কুমার জানান, বিজয়ী চেয়ারম্যানের সংবর্ধণা অনুষ্ঠান থেকে ফেরার পথে পরাজিত চেয়ারম্যান প্রার্থী সকেট জামালের গ্রুপ হামলা চালায়। এতে একজন মারা গেছে। তবে পরিস্তিতি এখন কিছুটা শান্ত আছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply