খালেদা জিয়াকে দ্রুত বিদেশে পাঠাতে ভাসানী পরিবারের অনুরোধ

|

ভাসানীর পরিবারের সদস্যরা।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উন্নত চিকিৎসার জন্য দ্রুত বিদেশে পাঠাতে প্রধানমন্ত্রীর নিকট জোর দাবি জানিয়েছেন মওলানা ভাসানীর পরিবার।

শুক্রবার (২৬ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে খালেদা জিয়ার শারীরিক অবস্থা দেখতে গিয়ে এ অনুরোধ জানান তারা।

চিকিৎসকদের বরাত দিয়ে তারা জানান, খালেদা জিয়ার শারীরিক অবস্থা বেশ জটিল। দিন দিন তার অবস্থার অবনতি হচ্ছে। দেশে তার চিকিৎসার এখন আর কোনো ব্যবস্থা নেই। এ অবস্থায় খালেদা জিয়ার উন্নত চিকিৎসার বিদেশ নেয়া প্রয়োজন।

ভাসানী পরিবারের সদস্যরা জানান, খালেদা জিয়ার তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন। আমরা মাওলানা ভাসানীর পরিবারের পক্ষ থেকে তাকে বিদেশে নিয়ে চিকিৎসার জোর দাবি জানাই।

ভাসানীর পরিবারের অন্য সদস্যরা হলেন, ভাসানীর বড় মেয়ে রিজিয়া ভাসানী, নাতনি সুরাইয়া সুলতানা। এ সময় আরও উপস্থিত ছিলেন- চেয়ারপারসনের ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান, বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস, ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এজেডএম জাহিদ হোসেন, যুবদলের সাধারণ সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু, চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply