সেনাবাহিনীতে চাকরি দেয়ার নামে হাতিয়েছে লাখ লাখ টাকা, আটক করেছে র‍্যাব

|

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে প্রতারণার অভিযোগে মনিরুল ইসলাম নামে একজনকে আটক করেছে র‍্যাব।

শুক্রবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে দশটার দিকে নাটোর র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিংয়ে এই তথ্য জানানো হয়।

ক্যাম্প কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন জানান, কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকায় বাড়ি হওয়ায় মনিরুল বিভিন্ন সময়ে সেনাবাহিনীতে চাকরি দেয়ার নাম করে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছিলো। বৃহস্পতিবার (২৫ নভেম্বর) শাহিন আলম ও নাসিম নামের দুই ভুক্তভোগীর অভিযোগের ভিত্তিতে বাগাতিপাড়া উপজেলার নন্দিকুজা দয়ারামপুর এলাকার নিজ বাড়ি থেকে মনিরুলকে আটক করা হয়।

আটককালে তার বাড়িতে রাখা ভুয়া নিয়োগপত্র, বিভিন্ন ব্যাংকের ১৬টি চেকবই, বিভিন্ন ব্যাংকের ৭টি এটিএম কার্ড, ৩টি ভুয়া এনআইডি কার্ড, চাকুরী দেবার ৩টি চুক্তিনামা ষ্ট্যাম্প নগদ অর্থসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply