সাড়ে ৩ হাজার বছরের প্রাচীন সড়ক খুলে দেয়া হলো মিসরে

|

সংগৃহীত ছবি

মিসরে সাধারণ মানুষের জন্য খুলে দেয়া হল সাড়ে ৩ হাজার বছরের প্রাচীন সড়ক।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) জমকালো আয়োজনের মধ্য দিয়ে প্রত্নতাত্ত্বিক এ নিদর্শন উদ্বোধন করেন দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাতাহ আল-সিসি। খবর রয়টার্সের।

২০১৭ সাল থেকে সংস্কারের জন্য বন্ধ ছিল এটি। প্রাচীন সভ্যতার কার্নাক ও লুক্সর শহরের দুটি মন্দিরকে যুক্ত করে প্রায় ৩ কিলোমিটার দীর্ঘ এ সড়কটি। মূলত পর্যটন খাতকে আরও চাঙা করার লক্ষ্যে এ উদ্যোগ কর্তৃপক্ষের। ১৯৪৯ সালে দেশটির প্রত্নতত্ত্ববিদরা আবিষ্কার করেন নিদর্শনটি। এরপর থেকে বেশ কয়েক দফা মেরামত করা হয় রাস্তাটি। প্রত্নতত্ত্ব নির্দশনের জন্য পর্যটকদের পছন্দের তালিকায় শীর্ষে মিসর। দেশটির অর্থনীতিতে বিরাট ভূমিকা রাখে এ খাত।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply