রাশিয়ায় কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণহানি ৫২

|

সংগৃহীত ছবি

রাশিয়ার একটি কয়লা খনিতে বিস্ফোরণে প্রাণহানি বেড়ে দাঁড়ালো ৫২ জনে। কয়েক দশকের মধ্যে এটিকে ভয়াবহ দুর্ঘটনা হিসেবে আখ্যা দিয়েছে দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগ।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সাইবেরিয়ার খনিটিতে বিস্ফোরণ ঘটলে ১৪ শ্রমিকের মরদেহ উদ্ধার করা হয়। দুর্ঘটনার সময়, কয়লা খনিটিতে ছিলেন ২৮৫ জন। বেশিরভাগকে জীবিত উদ্ধার করা হলেও ভয়াবহ ধোঁয়া ছড়িয়ে পড়ায় ব্যাহত হয় কার্যক্রম। আটকা থাকা বাকি ৪০ জনকে জীবিত পাবার আশা ছেড়ে দিয়েছেন উদ্ধারকর্মীরা। উদ্ধারকর্মীরা জানিয়েছেন, খনির গভীর থেকে প্রাণের কোনো সাড়াশব্দ পাওয়া যাচ্ছে না। সময়ের সাথে ক্ষীণ হয়ে আসছে বেঁচে থাকার সম্ভাবনাও। এদিকে হাসপাতালে চিকিৎসাধীন শ্রমিকদের মধ্যেও চারজনের অবস্থা সংকটাপন্ন।

সর্বশেষ ২০০৪ সালে দেশটির একটি খনিতে মিথেন গ্যাসের বিস্ফোরণে প্রাণ হারান ১৩ জন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply