ঘাসের গায়ে জমছে শিশির

|

কুয়াশাচ্ছন্ন সকালে সবুজ ঘাসে মুক্তো দানার শিশির, জানান দিচ্ছে শীতের আগমনকে। লোকালয়ে নতুন প্রাণসঞ্চার করে। আবহমান বাংলায় শীত বরণে রয়েছে ভিন্ন আমেজ। কিষান-কিষানি কিংবা গাছির কর্মব্যস্ততা মুখর সকালগুলো নতুন প্রাণসঞ্চার করে লোকালয়ে।

ঋতুরানি হেমন্তের মৌন শীতল সকালে দৃষ্টিসীমার পুরোটাই কুয়াশার প্রলেপ। সূর্যের আলো না ফুটলেও আড়মোড়া ভেঙে ঘরের বাইরে গ্রামের মানুষ। কুয়াশাভেজা পথে কেউ মক্তবের পথে, কেউ আবার জীবিকার নির্বাহে। আবহমান গ্রাম বাংলায় শীতের আগমনী বার্তা প্রাণের সঞ্চার করছে ভিন্ন আমেজে।

সজীব সবুজ ঘাসে ভোরের শিশিরে ছড়িয়ে থাকে মুক্তো দানা। নতুন ধানের মিষ্টি গন্ধ আর ফসলের সোনালি সমুদ্রে প্রকৃতি যেন সুশোভিত, অপরূপ পূর্ণতায়। নতুন রূপে সেজে ওঠা গ্রামে, ভীষণ ব্যস্ততা কিষানের।

রোদ ঝলমল শীত সকালের নদীতে হীরকের ছোঁয়া মেলে। জেলেদের মাছ ধরার দারুণ ব্যস্ততা সেই হীরকের বুক চিড়ে। সকালে খেঁজুর রস সংগ্রহে গাছির ব্যস্ততায় থাকে আনন্দের প্রতিচ্ছবি। গ্রামীণ জীবনে এ যেন অনন্য এক রোমাঞ্চ। হিম মাখানো সবুজে উদিত সূর্যের মায়াবী আলো। প্রকৃতির বিচিত্র খেলায় বড় মিষ্টি এ রোদ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply