কালিয়াকৈর পৌর কাউন্সিলর প্রার্থী নিখোঁজ

|

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মেহেদী হাসান নিখোঁজ। একদিন পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি কাউন্সিলর প্রার্থীর । পরিবারের অভিযোগ কাউন্সিলর পদে নির্বাচন করায় তাকে নিখোঁজ করা হয়েছে । দ্রুত সময়ের মধ্যে মেহেদীর সন্ধান চান প্রতিবেশী ও পরিবারের সদস্যরা ।

জানা যায়, কাউন্সিলর পদপ্রার্থী মেহেদী হাসান বৃহস্পতিবার (২৫ নভেম্বর) ফজরের নামাজ শেষে একটি ফোন পেয়ে বাড়ি থেকে বের হয় । পরে সকাল ৭টার দিকে তার নির্ধারিত নির্বাচনী প্রচারনায় অংশ গ্রহণ না করায় তার সমর্থকরা খোঁজ নিতে বাড়িতে আসে । এর পর থেকে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়।

পরে তার পরিবারের লোকজন বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করে না পেয়ে কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি করেন। তার প্রতিবেশীদের দাবি, নির্বাচনে প্রতিদ্বন্দীতা করার কারণেই তাকে গুম করা হয়েছে ।

কালিয়াকৈর থানায় একটি সাধারণ ডায়েরি দায়েরের বিষয়টি নিশ্চিত করলেও ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী।

প্রসঙ্গত, কালিয়াকৈর পৌরসভার ৯নং ওয়ার্ডে ১১ জন প্রার্থী কাউন্সিল’র পদে প্রতিদ্বন্দীতা করছে ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply