মিয়ানমারে বিক্ষোভকারীদের চিকিৎসা দেয়ায় গ্রেফতার ১৮ চিকিৎসক

|

ছবি: সংগৃহীত।

গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য মিয়ানমারে চলছে আন্দোলন। আর এই আন্দোলনকারীরা জান্তার কাছে সন্ত্রাসী সংগঠন হিসেবে বিবেচিত। আর সেসব আন্দোলনকারীদের জান্তাদের সাথে সংঘর্ষে আহত হবার পর চিকিৎসা দেয়ার কারণে গ্রেফতার করা হয়েছে চিকিৎসকদের।

স্পুটনিক’র প্রতিবেদনে জানা যায়, সোমবার (২২ নভেম্বর) মিয়ানমারের সেনারা দেশটির পূর্বাঞ্চলে খায়া রাজ্যের লৈইকাও চার্চ ঘেরাও করে। সেখানে ৪৮ জনকে চিকিৎসা দেয়া হচ্ছিল যাদের ৭ জন ছিল কোভিডে আক্রান্ত। সরকারি মিডিয়া গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার বলছে জান্তার বিরুদ্ধে আন্দোলনরত সংগঠনের আহত নেতাকর্মীদের চার্চে গোপনে চিকিৎসা দেয়া হচ্ছিল।

গত ফেব্রুয়ারিতে সামরিক ক্ষমতা জারির পর দেশটির চিকিৎসা ব্যবস্থা ভেঙ্গে পড়েছে। অনেক স্বাস্থ্যকর্মী আন্দোলনকারীদের সাথে যোগ দিয়ে কর্মবিরতিতে গেছে। সেনা কর্তৃপক্ষ চিকিৎসকদের কাজে যোগ দিতে বললেও কোনো কাজ হয়নি।

উল্লেখ্য, সামকির অভ্যুত্থানের পর ১০ হাজার গ্রেফতার ও সংঘর্ষে ১৩শ বেসামরিক ব্যক্তি মারা গেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply