রাশিয়ায় পারমাণবিক আক্রমণের মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র

|

সংবাদ সম্মেলনে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোয়গু।

চলতি নভেম্বরে রাশিয়ার পূর্ব ও পশ্চিমাংশে পারমাণবিক বোমা হামলা চালানোর মহড়া দিয়েছে যুক্তরাষ্ট্র এমন অভিযোগ দেশটির প্রতিরক্ষা মন্ত্রী জেনারেল সের্গেই শোয়গু’র। এমনকি এ মহড়া চালানোর সময় মার্কিন ফাইটার প্লেনগুলো রুশ সীমান্তের ২০ কিলোমিটারের মধ্যে চলে এসেছিলো বলেও অভিযোগ তার। যখন ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র-রাশিয়া’র মধ্যে চরম উত্তেজনা বিরাজমান ঠিক তখনই এমন অভিযোগ করলেন তিনি।

গতকাল বুধবার (২৪ নভেম্বর) চীনের প্রতিরক্ষামন্ত্রী ওয়েই ফ্যাংয়ের সাথে এক ভিডিও কনফারেন্সেও জেনারেল শোয়গু বলেন, রাশিয়ার পূর্ব সীমান্তে মার্কিন ফাইটার প্লেনের আনাগোনা চীনের জন্যও হুমকি। এ পরিস্থিতিতে বৈশ্বিক স্থিতিশীলতা বজায় রাখতে রাশিয়া ও চীনের মধ্যে সমন্বয় অত্যন্ত জরুরি বলে মন্তব্য তার।

এ সময় জেনারেল শোয়গু বলেন, রাশিয়া সীমান্তে মার্কিন সামরিক তৎপরতা বেড়ে গেছে। সম্প্রতি মার্কিন সামরিক মহড়া গ্লোবাল থান্ডার চলাকালীন অন্তত ১০টি আমেরিকান ফাইটার প্লেন রাশিয়ার পশ্চিম ও পূর্ব সীমান্তে পারমাণবিক হামলা চালানোর মহড়াও দিয়েছে।

তবে রাশিয়ার এমন অভিযোগ অস্বীকার করেছে পেন্টাগন। তাদের দাবি, এই মিশনটি সম্পর্কে আগেই জনসম্মুখে ঘোষণা দেয়া হয়েছিলো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply