গাজীপুরে ঝুটের গুদামে আগুন, নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট

|

গাজীপুর প্রতিনিধি:

গাজীপুর সিটি কর্পোরেশন এলাকার কোনাবাড়ীতে ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করছে।

বৃহস্পতিবার (২৫ নভেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে কোনাবাড়ীর আমবাগ তেঁতুলতলা এলাকায় এ আগুনের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপপরিচালক আব্দুল হামিদ মিয়া।

এলাকাবাসী ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, আমবাগ তেঁতুলতলা এলাকায় সন্ধ্যা পৌনে ৬টার দিকে ঝুট গুদামে আগুন লাগে। মুহূর্তেই আগুন অন্যান্য গুদামে ছড়িয়ে পড়ে। এসময় পাশের ৪টি গোডাউনও পুড়ে যায় আগুনে। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে। পরে আগুন বাড়তে থাকায় ফায়ার সার্ভিসে খবর দেয় তারা।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ পরিচালক আবদুল হামিদ মিয়া জানান, অগ্নিকাণ্ডের খবরে কালিয়াকৈরের ২টি, কাশিমপুর ডিবিবিএল এর একটিও জয়দেবপুরের ২টি ইউনিটসহ মোট ৫টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। আগুন লাগার কারণ ও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply