নাটোরে একসাথে চার কন্যাশিশুর জন্ম

|

সিনিয়র করেসপন্ডেন্ট, নাটোর:

নাটোরের বড়াইগ্রামে লাভলি খাতুন (২৮) নামে এক গৃহবধূর গর্ভ থেকে একসাথে চার কন্যা শিশু জন্মগ্রহণ করেছে। বুধবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে উপজেলার বনপাড়া এলাকার একটি বেসরকারি হাসপাতালে সিজারের মাধ্যমে চার কন্যা শিশুর জন্ম হয়।

লাভলী খাতুনের স্বামী লিটন উদ্দিন পেশায় একজন কৃষক। তিনি জানান, বুধবার রাতে তার স্ত্রী লাভলীর প্রসব বেদনা উঠলে তাকে বনপাড়ার আমিনা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে রাত
১১টার দিকে সিজারের মাধ্যমে একসাথে চার কন্যা শিশুর জন্ম হয়। চার কন্যা শিশুর মধ্যে তিনজন সুস্থ ও স্বাভাবিক এবং একজন মৃত অবস্থায় জন্মগ্রহণ করে।

গৃহবধু লাভলী খাতুন জানান, তার স্বামী দরিদ্র একজন কৃষক। তাদের সংসারে লিমন হোসেন নামে ১৪ বছর বয়সী ও লিজা খাতুন নামে সাত বছর বয়সী আরও দুইটি সন্তান আছে। একটি শিশু মৃত হলেও অপর তিন শিশুর সুস্থতা কামনা করছেন তারা।

এ নিয়ে ওই হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. মুহাইমিনুল ইসলাম জানান, লাভলী খাতুনের আলট্রাসনোগ্রাফি করে ধারণা করা হয় ৪টি সন্তান হবে। পরে অস্ত্রোপচার করে চারটি কন্যাশিশু ভূমিষ্ঠ হয়। একটি বাচ্চা অপরিপক্ব হওয়ার কারণে মারা গেছে। বর্তমানে মা ও তিন
নবজাতক সুস্থ আছে বলেও জানান তিনি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply