ফের আন্দোলনের ঘোষণা দিয়ে সড়ক ছাড়লো শিক্ষার্থীরা, উত্তরায় শুরু যানচলাচল

|

ছবি: সংগৃহীত।

নটরডেম কলেজের শিক্ষার্থী নাঈম হাসানের মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবারও (২৫ নভেম্বর) রাজধানীর ফার্মগেট, গুলিস্তান ও উত্তরায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা। শনিবার ফের আন্দোলনের ঘোষণা দিয়ে উত্তরায় সড়ক ছেড়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। ফলে প্রায় পৌনে দুই ঘণ্টা পর উত্তরায় যানচলাচল শুরু হয়েছে।

এ দিকে, এ সময় নাঈমের মৃত্যুর ঘটনায় ৪৮ ঘণ্টার মধ্যে বিচারের আল্টিমেটাম দিয়েছে তারা। এ সময় নাইমের মৃত্যুর ঘটনায় দ্রুত বিচারসহ সড়কে ফিটনেসবিহীন গাড়ি চলাচল বন্ধেরও দাবি জানান আন্দোলনরত শিক্ষার্থীরা।

প্রসঙ্গত, বুধবার (২৪ নভেম্বর) ঢাকার কামরাঙ্গীরচরের বাসা থেকে কলেজে যাওয়ার পথে গুলিস্তানে নাইমকে চাপা দেয় সিটি করপোরেশনের ময়লা বহনকারী গাড়ি। ওই দিন বেলা ১১টার দিকে গুলিস্তান হল মার্কেটের সামনে এ ঘটনা ঘটে। পরে পুলিশ ও পথচারীদের সহায়তায় নাইমকে হাসপাতালে নিলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনার পর ওইদিনই রাস্তায় নামে শিক্ষার্থীরা। মোট ছয় দফা দাবি নিয়ে বিক্ষোভে নেমেছে শিক্ষার্থীরা। দাবিগুলো হলো- নাঈমের মৃত্যুর ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থার পাশাপাশি দ্রুততম সময়ে বিচার নিশ্চিত করা, নাঈমের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়া, ২০১৮ সালে নিরাপদ সড়ক চাই আন্দোলনের পর পাস হওয়া আইন বাস্তবায়নে উদ্যোগ নেওয়া, গুলিস্তানের মতো ব্যস্ততম সড়কে পথচারী-সেতু স্থাপন করা, সব ধরনের ট্রাফিক আইন কঠোরভাবে বাস্তবায়ন এবং সবার জন্য সড়ক নিরাপদ করা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply