গাড়ি চাপায় শিক্ষার্থীর মৃত্যুতে রাজধানীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ

|

গাড়ি চাপায় শিক্ষার্থী মৃত্যুতে বিক্ষোভ।

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ময়লা বহন করা গাড়ির চাপায় নটরডেম কলেজের শিক্ষার্থী নিহতের ঘটনায় বিক্ষোভ করছে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। রাজধানীর ফার্মগেট, গুলিস্তান ও উত্তরায় অবরোধ করে বিক্ষোভ করছেন তারা।

শিক্ষার্থীদের দাবি, ঘাতক চালকের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা, নিহত শিক্ষার্থীর পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ, ২০১৮ সালের সড়ক আইন দ্রুত বাস্তবায়ন করা, পরিবহনের সকল যাত্রীদের সাথে বিশেষ করে নারী ও ছাত্রীদের সাথে শালীন ব্যবহার করা এবং সকল গণপরিবহনে শিক্ষার্থীদের হাফ পাস কার্যকর করা।

শিক্ষার্থীরা বলছেন, গ্রেফতার বা আইন করে সড়কে মৃত্যু থামানো যাবে না। এর জন্য দরকার সড়কে আইনের যথাযথ প্রয়োগ।

বুধবার গুলিস্তানে ডিএসসিসির গাড়ির ধাক্কায় কলেজ ছাত্র নাঈম হাসান নিহত হয়। ঘটনার জন্য দায়ী চালককে গ্রেফতার করা হয়েছে। গাড়িটিও জব্দ করা হয়েছে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply