ডিজেলের দাম বৃদ্ধির প্রভাব পড়েছে কৃষিতে

|

ডিজেলের দাম বৃদ্ধির সরাসরি প্রভাব পড়েছে কৃষিতে। নতুন ফলনে বিঘাপ্রতি উৎপাদন ব্যয় বাড়ছে, দেড় থেকে ২ হাজার টাকা পর্যন্ত। প্রায় ৩০ শতাংশ বাড়ানো হয়েছে টিলার ব্যবহারের খরচ। প্রান্তিক কৃষকদের দাবি, বীজ, কীটনাশকের বাড়তি দরের কারণে উৎপাদন খরচ আগের চেয়ে বেশ বেড়েছে।কিন্ত মৌসুমে তারা ফসলের নায্যমূল্য পাচ্ছে না। এতে তাদের লোকসান গুনতে হচ্ছে।

উত্তরের জেলাগুলোতে চলছে রবি মৌসুমের চাষাবাদ। নতুন ফসলে ভরে উঠেছে মাঠ। আলু, গম, সরিষা বুনছেন অনেক কৃষক। উৎপাদন হচ্ছে, হরেক রকমের সবজি। ফলন ভালো হলেও মলিন কৃষকের মুখ। সার,বীজ ও কীটনাশকের দাম বৃদ্ধিতে চাষাবাদ করতে এমনিতেই হিমশিম খাচ্ছেন কৃষকরা, সেখানে মৌসুমের শুরুতেই ডিজেলের মূল্য বৃদ্ধি কৃষকের জন্য মরার ওপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে।

ডিজেলের বাড়তি দামে বেড়েছে উৎপাদন ব্যয়। তাই অনেক বর্গা চাষি মুখ ফিরিয়ে নিচ্ছেন আবাদ থেকে। কৃষি কর্মকর্তারাও মনে করেন, ডিজেলের দাম বৃদ্ধির নেতিবাচক প্রভাব পড়ছে ফসলের আবাদে। বেড়েই চলছে খরচ।

এরই মধ্যে মজুরি বাড়িয়ে দিয়েছেন টিলার মালিকরা। কয়েক মাস আগেও ২০ শতাংশ জমিতে হাল চাষ করতে খরচ হত ৫শ টাকা। এখন দিতে হচ্ছে ৭শ থেকে এক হাজার টাকা। এমন পরিস্থিতিতে পণ্যের নায্যমূল্য নিশ্চিত করার দাবি জানিয়েছে স্থানীয় কৃষকরা।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply