ইসলামাবাদে ১৮ মেট্রিক টন মাদক উদ্ধার

|

ছবি: সংগৃহীত

পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে এক অভিযানে ১৮ মেট্রিক টন মাদক উদ্ধার করা হয়েছে। যার বাজারমূল্য প্রায় ১৩০ কোটি ডলার।

বুধবার এ তথ্য নিশ্চিত করেছে দেশটির মাদক বিরোধী বাহিনী-এএনএফ। উদ্ধার করা হয় হিরোইন, আফিম, মরফিনসহ বিভিন্ন ধরনের মাদক। পরে পুড়িয়ে দেয়া হয় সেগুলো।

এএনএফ’র অভিযানে চলতি বছর ১৮৪ মেট্রিক টন মাদক উদ্ধার হয়েছে বলে জানায় সংস্থাটি। গাঁজা ও ভাং উৎপাদনে শীর্ষে থাকা আফগানিস্তান থেকে মাদক পাচারে অন্যতম রুট হিসেবে ব্যবহৃত হয় প্রতিবেশী পাকিস্তান।

এএনএফ’র মহাপরিচালক মেজর জেনারেল গুলাম শাব্বির বলেন, এখানে ১৩০ কোটি ডলারের মাদক রয়েছে। তবে এই অর্থ কোনো কাজে আসে না। কারণ এগুলো ব্ল্যাক মানি। যা মূল্যস্ফীতিসহ অর্থনীতি ধ্বংসের কারণ। তরুণদের নষ্টের কারণ। বিশ্বের ৮৪ শতাংশ হিরোইন পাশের দেশ আফগানিস্তানে উৎপাদিত হয়। আর আন্তর্জাতিক বিশ্বে পাচারের ক্ষেত্রে পাকিস্তানকে রুট হিসেবে ব্যবহার করে।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply