উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের খবর

|

বিগ ম্যাচে জয় পেয়েছে ম্যানচেস্টার সিটি। মেসি, নেইমার, এমবাপ্পের পিএসজিকে ২-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। গ্রুপ বির ম্যাচে পোর্তকে ২-০ গোলে হারিয়েছে লিভারপুল। আর অ্যাটলেটিকো মাদ্রিদের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে এসি মিলান। অন্যদিকে গ্রুপ ডিতে মালদোভার ক্লাব শেরিফকে ৩-০ গোলে হারিয়েছে রিয়াল মাদ্রিদ।

ইতিহাদ স্ট্রেডিয়ামে এ গ্রুপের ম্যাচে ম্যানসিটির আতিথ্য নেয় পিএসজি। কিন্তু প্রথমার্ধ থাকে গোলহীন। ৫০ মিনিটে প্রথম লিড নেয় পিএসজি, স্কোর শিটে নাম তোলেন কিলিয়ান এমবাপ্পে। তবে ৬৩ মিনিটে সমতায় ফেরে সিটি। হেসুসের অ্যাসিস্টে গোল করেন সিটি ফরোয়ার্ড রাহিম স্টারলিং। ৭৬ মিনিটে সিটিজেনদের জয় নিশ্চিত করেন গ্যাব্রিয়েল হেসুস নিজেই। বার্নাডো সিলভার অ্যাসিস্ট থেকে এবার স্কোর শিটে নাম তোলেন এই ব্রাজিলিয়ান। ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে ম্যানসিটি।

এদিকে গ্রুপ ডি এর ম্যাচে মালদোভার ক্লাব শেরিফের বিপক্ষে প্রতিশোধ দিয়েছে রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে ২-১ গোলে হারের লজ্জা পাওয়া রিয়াল এদিন শুরু থেকে চড়াও হয় মালদোভার ক্লাব শেরিফের বিপক্ষে। ৩০ মিনিটে ফ্রি কিক থেকে লস ব্লাঙ্কোসদের প্রথম লিড এনে দেন ডেভিড আলাবা। প্রথমার্ধের ইনজুরি সময়ে টনি ক্রুজ স্কোর শিটে নাম তুললে দ্বিতীয় গোলের দেখা পায় রিয়াল মাদ্রিদ। ৫৫ মিনিটে কারিম বেনজিমা তৃতীয় গোল করেন লস ব্লাঙ্কোসদের হয়ে। এই জয়ে ৫ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে গ্রুপ শীর্ষে রিয়াল মাদ্রিদ।

গ্রুপ বি এর ম্যাচে জয় পেয়েছে ইংলিশ জায়ান্ট লিভারপুল। পর্তুগিজ চ্যাম্পিয়ন পোর্তোর বিপক্ষে ৫২ মিনিটে থিয়াগো আলকান্ত্রার দুরপাল্লার অনবদ্য গোলে প্রথম লিড নেয় লিভারপুল। ৭০ মিনিটে দ্বিতীয় গোল পায় অলরেডরা। মোহাম্মদ সালাহ ২-০ গোলের জয় নিশ্চিত করে লিভারপুলের।

গ্রুপের আরেক ম্যাচে জুনিয়র মেসিয়াসের গোলে স্প্যানিশ চ্যাম্পিয়ন অ্যাটলেটিকো মাদ্রিদকে ১-০ গোলে হারিয়েছে এসি মিলান।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply