গণতন্ত্র সম্মেলনে তাইওয়ানকে ডাকায় যুক্তরাষ্ট্রের ওপর ক্ষেপেছে চীন

|

কনফারেন্স ফর ডেমোক্রেসিতে তাইওয়ানকে আমন্ত্রণ জানানোয় বাইডেন প্রশাসনের ওপর ক্ষেপেছে বেইজিং।

যুক্তরাষ্ট্রে আগামী মাসে অনুষ্ঠিত হতে যাচ্ছে কনফারেন্স ফর ডেমোক্রেসি। সেখানে বর্তমান বিশ্বের অন্যতম পরাশক্তি চীনকে আমন্ত্রণ না জানালেও তাইওয়ানকে আমন্ত্রণ জানিয়েছে বাইডেনের প্রশাসন। এতেই যুক্তরাষ্ট্রের ওপর বেশ ক্ষেপেছে চীন। এক বিবৃতিতে চীন সরকার জানিয়েছে, বড় ‘ভুল’ করেছেন প্রেসিডেন্ট বাইডেন। খবর দ্য গার্ডিয়ানের।

দ্য গার্ডিয়ান দেয়া এক সাক্ষাৎকারে চীনের তাইওয়ান অ্যাফেয়ার্স অফিসের মুখপাত্র ঝু ফেংলিয়ান বলেন, ওই সম্মেলনে তাইওয়ানকে ডেকে ভুল কূটনৈতিক পদক্ষেপ নিয়েছে বাইডেন প্রশাসন। বেইজিং তাইওয়ান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সরকারি পর্যায়ে যেকোনো মিথস্ক্রিয়ার তীব্র নিন্দা জানাচ্ছে। এ ইস্যুতে চীনের অবস্থান খুবই স্পষ্ট, আমরা ‍যুক্তরাষ্ট্রকে এক চীন নীতিতে অটল থাকার আহ্বান জানাচ্ছি।

মি. লিজিয়ান আরও বলেন, যুক্তরাষ্ট্র তাদের তথাকথিত গণতন্ত্রকে হাতিয়ার করে বিভিন্ন দেশকে চাপ প্রয়োগের মাধ্যমে নিজেদের ভূরাজনৈতিক স্বার্থ হাসিলের চেষ্টা চালাচ্ছে।

এমন এক সময়ে তাইওয়ান যুক্তরাষ্ট্র আয়োজিত গণতন্ত্র সম্মেলনে ডাক পেল যখন তাইওয়ানের সাথে সম্পর্কচ্ছেদ বা সীমিত করতে বিভিন্ন দেশের ওপর চাপ বাড়াচ্ছে চীন প্রশাসন। বেইজিং চায় না, কোনো দেশ তাইওয়ানকে রাষ্ট্রের মর্যাদা দিক। আর তাইওয়ানের বক্তব্য, তাইওয়ানের ভূখণ্ডে কোনোরকম হস্তক্ষেপ বা সেখানকার মানুষদের নিয়ে কথা বলার কোনো অধিকার বেইজিংয়ের নেই।

উল্লেখ্য, কিছুদিন আগে বাইডেন-জিনপিংয়ের মধ্যকার ভার্চুয়াল বৈঠকেও তাইওয়ান প্রসঙ্গে একমত হতে পারেননি দুই দেশের শীর্ষ নেতারা। এ মিটিংয়ে শি বাইডেনকে সরাসরিই বলেন, যারা তাইওয়ানের স্বাধীনতা চায় তারা আগুন নিয়ে খেলছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply