ফোন হ্যাক করে বিপাকে পেগাসাস, মামলা করলো অ্যাপল

|

ছবি: সংগৃহীত

পেগাসাস স্পাইওয়্যারের নির্মাতা ইসরায়েলি সংস্থা এনএসও’র বিরুদ্ধে মামলা করল মার্কিন তথ্যপ্রযুক্তি সংস্থা অ্যাপল। ফোনে আড়িপাতার ঘটনায় অ্যাপলের অসংখ্য গ্রাহকের ব্যক্তিগত স্বাধীনতা ক্ষুণ্ণ হয়েছে বলে পেগাসাস নির্মাতাকে আদালতে আনতে চাইছে সিলিকন ভ্যালির জায়ান্ট।

মঙ্গলবার (২৩ নভেম্বর) অ্যাপলের পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়, গ্রাহকদের যাতে আর ক্ষতি না হয় তা সুনিশ্চিত করতে অ্যাপল চায় তাদের সফটওয়্যার, পরিষেবা বা কোনো যন্ত্র এনএসও যেন ব্যবহার করতে না পারে। এনএসও গোষ্ঠী অত্যাধুনিক প্রযুক্তি দিয়ে তৈরি স্পাইওয়্যারের মাধ্যমে রাষ্ট্রের নিশানায় থাকা ব্যক্তির উপর নজরদারি চালায় বলে জানায় অ্যাপল।

অ্যাপলের এ মামলা দায়েরের ফলে এনএসও’র সংকট আরও বাড়ল। পেগাসাস কাণ্ডে এনএসওকে আগেই কালো তালিকাভুক্ত করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। পেগাসাস স্পাইওয়্যার দিয়ে বিশ্বের বিভিন্ন দেশে অসংখ্য রাজনৈতিক নেতা, সমাজকর্মী, সাংবাদিক, আমলা ইত্যাদি বহু মানুষের ফোনে আড়িপাতা এবং তথ্য হাতানোর চেষ্টা করা হয়েছে। বাংলাদেশেও পেগাসাস স্পাইওয়্যার ব্যবহার করে অনেকের ফোন হ্যাক করার অভিযোগ উঠেছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply