কুমিল্লায় কাউন্সিলর হত্যা মামলায় একজন গ্রেফতার

|

কুমিল্লায় প্যানেল মেয়র সৈয়দ মো. সোহেলকে গুলি করে হত্যার মামলায় একজনকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (২৪ নভেম্বর) সকালে এ মামলার চার নম্বর আসামি সুমনকে গ্রেফতার করা হয়েছে। এর আগে, গতরাতে নিহত সোহেলের ছোট ভাই সৈয়দ রুমন বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলায় ১১ জনের নাম উল্লেখসহ ২১ জনকে আসামি করা হয়েছে। মামলার প্রধান আসামি করা হয়েছে শাহ আলমকে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, এলাকায় মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে কঠোর অবস্থান নেয়ায় চিহ্নিত সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা পূর্ব পরিকল্পিতভাবে তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করে। ওই সন্ত্রাসীরা বহু মামলার আসামি।

গত সোমবার বিকেল সাড়ে চারটায় এই হত্যাকাণ্ড ঘটে। এ সময় গুলিতে তার সহযোগী হরিপদও নিহত হন। এ ঘটনায় গুলিবিদ্ধ আরও চারজন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। মঙ্গলবার জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।

সৈয়দ মো. সোহেল (৫২) কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সদস্য ও ১৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন। তিনি কুমিল্লা সিটি করপোরেশনের প্যানেল মেয়রও ছিলেন। তার বাড়ি নগরের সুজানগর এলাকায়। ২০১২ ও ২০১৭ সালে তিনি কাউন্সিলর পদে নির্বাচিত হন। দ্বিতীয় মেয়াদে তিনি প্যানেল মেয়র ছিলেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply