বগুড়ায় ব্যারিকেড ভেঙে ডিসির কাছে বিএনপির স্মারকলিপি

|

পুলিশের ব্যারিকেড ভেঙে সামনে এগোনোর চেষ্টারত বিএনপি নেতাকর্মী।

বগুড়া ব্যুরো

চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে জেলা প্রশাসককে স্মারকলিপি দিতে গিয়ে পুলিশী বাধার মুখে পড়েছেন বগুড়া বিএনপির নেতাকর্মীরা। পরে তারা ব্যারিকেড ভেঙে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে স্মারকলিপি দেন।

আজ (২৪ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে শহরের নবাববাড়ী সড়কে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ শুরু করেন বিএনপি নেতাকর্মীরা। সমাবেশ শেষে দুপুর ১২টার দিকে তারা সেখান থেকে যাত্রা করেন জেলা প্রশাসক কার্যালয়ের দিকে। তবে একশো মিটার না যেতেই বগুড়া আইন কলেজের সামনে পুলিশের কাঁটাতারের ব্যারিকেডের মুখে পড়েন কয়েকশ নেতাকর্মী। পুলিশ প্রথমে বাধা দেয়ার চেষ্টা করলে সেখানে উত্তেজনা ছড়িয়ে পড়ে। মিনিট পাঁচেকের মধ্যে দলের সিনিয়র নেতারা পুলিশের ব্যারিকেড সরিয়ে সামনে এগুতে থাকলে মুহূর্তেই কয়েকজন নেতাকর্মী মিছিল নিয়ে জেলা প্রশাসক কার্যালয়ের দিকে যান।

কয়েক দফা বাধার পর জেলা বিএনপির আহ্বায়ক ও বগুড়া পৌরসভার মেয়র রেজাউল করিম বাদশাসহ ৪/৫ জন নেতা স্মারকলিপি নিয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে যান। এ সময় কয়েকশ নেতাকর্মী জেলা প্রশাসক কার্যালয়ের মূল ফটকের সামনে বিক্ষোভ করতে থাকেন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply