অবশেষে পিএসজিতে অভিষেক হতে যাচ্ছে রামোসের!

|

ছবি: সংগৃহীত

অবশেষে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) অভিষিক্ত হতে পারেন স্প্যানিশ কিংবদন্তী সার্জিও রামোস।

বুধবার (২৪ নভেম্বর) ম্যানচেস্টার সিটির বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রথমবারের মতো দেখা যেতে পারে তাকে।
রিয়াল মাদ্রিদের সঙ্গে দীর্ঘ দিনের সম্পর্ক শেষ করে গত জুলাইয়ে ফরাসি ক্লাবে যোগ দেন ৩৫ বছর বয়সী ডিফেন্ডার রামোস। কিন্তু কাফ ইনজুরির কারণে এখনও প্যারিস জায়ান্টদের হয়ে মাঠে নামা হয়নি তার।

তবে গ্রুপ শীর্ষ দুই ক্লাবের মধ্যকার ওই ম্যাচের শুরুতে একাদশে থেকে রক্ষণভাগ সামলানোর দায়িত্ব পড়তে পারে মারকুইনহোস ও পেসনেল কিমপেম্বের উপর। সেক্ষেত্রে সাইড বেঞ্চেই সময় কাটাতে হবে রামোসকে। অথচ উজ্জ্বল বায়োডাটা নিয়ে পিএসজিতে এসেছিলেন রামোস। ২০১০ বিশ্বকাপ জয়ের পাশাপাশি রিয়াল মাদ্রিদের হয়ে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপের দুটি এবং চ্যাম্পিয়ন্স লিগের চারটি শিরোপা জয় করেছেন তিনি।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের তালিকার শীর্ষে রয়েছে ৯ পয়েন্ট সংগ্রহ করা ম্যানচেস্টার সিটি। এক পয়েন্ট কম নিয়ে পরের অবস্থানে রয়েছে পিএসজি। হাতে রয়েছে আরও দুটি ম্যাচ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply