‘করোনায় ইউরোপে ২০২২ সালের মার্চ নাগাদ ৭ লাখ মানুষের মৃত্যু হবে’

|

ছবি: সংগৃহীত

করোনায় ২০২২ সালের মার্চ নাগাদ ইউরোপে আরও ৭ লাখ মানুষের মৃত্যু হবে। মঙ্গলবার এই সতর্কবার্তা দিলো বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংস্থাটি হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, ইউরোপীয় অঞ্চল এখনও মহামারির ‘জোরালো খপ্পরে’ রয়েছে। এক প্রতিবেদনে ডব্লিউএইচও দেখিয়েছে, সেপ্টেম্বরের শেষ দিকে ইউরোপে দৈনিক গড়ে ২ হাজার মানুষের মৃত্যু হতো। সম্প্রতি সংখ্যাটি দ্বিগুণ হয়েছে।

ডব্লিউএইচও’র হিসাবে- ইউরোপীয় অঞ্চল গঠিত ৫৩টি দেশ নিয়ে। এসব দেশে এরইমধ্যে করোনায় ১৫ লাখ ছাড়িয়েছে মৃত্যু। সংস্থাটি বলছে, আগামী বসন্ত নাগাদ এসব দেশে মোট প্রাণহানি ২২ লাখ ছাড়াতে পারে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দাবি- মূলত তিনটি কারণে ইউরোপে বাড়ছে সংক্রমণ। ডেল্টা ভ্যারিয়েন্টের বিস্তার, ভ্যাকসিন ইস্যুতে উদাসীনতা এবং করোনাকে হুমকি না ভাবা।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply