খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে প্রধানমন্ত্রীর কাছে আবেদনের সিদ্ধান্ত হয়নি

|

ছবি: সংগৃহীত

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার বিষয়ে সরকারের বিভিন্ন দফতরে আবেদন করা হলেও রাষ্ট্রপতি বা প্রধানমন্ত্রীর কাছে আবেদনের বিষয়ে এখনও সিদ্ধান্ত নেয়া হয়নি বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

মঙ্গলবার গুলশান ২-এ বিএনপির রাজনৈতিক কার্যালয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় এক সাংবাদিকের করা প্রশ্নের উত্তরে এ কথা জানান বিএনপি মহাসচিব।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে মির্জা ফখরুল আরও বলেন, খালেদা জিয়ার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। ডাক্তাররা তাকে বিদেশ নিয়ে যাওয়ার জন্য বলেছেন। ৪০১ নং ধারার আওতায় বিএনপি চেয়ারপার্সনকে বিদেশে চিকিৎসার অনুমতি সরকার চাইলেই দিতে পারে।

এর আগে, দুপুরেই খালেদা জিয়াকে বিদেশ নিতে আইনমন্ত্রী আনিসুল হককে স্মারকলিপি প্রদান করেন বিএনপিপন্থী আইনজীবীরা। স্মারকলিপি দেয়ার সময় তারা বলেন, সরকার চাইলে ৪০১ ধারায় খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে পারে। স্মারকলিপি প্রদানকালে তাদের আবেদন পর্যালোচনা করার আশ্বাস দেন আইনমন্ত্রী।

রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার ইউনিট (সিসিইউ) চিকিৎসাধীন খালেদা জিয়ার অবস্থার তেমন কোনো উন্নতি হয়নি। সার্বক্ষণিক চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণেই তাকে থাকতে হচ্ছে।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply