আণবিক সংস্থাকে শক্তিশালী দেশের চাপে না পড়ার আহ্বান ইরানের

|

ছবি: সংগৃহীত

শক্তিশালী দেশের চাপে প্রভাবিত না হয়ে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা ‘আইএইএ’-কে সহযোগিতামূলক সম্পর্ক বজায় রাখার আহ্বান জানালো ইরান।

আগামী ২৯ নভেম্বর ভিয়েনায় পরাশক্তিগুলোর সাথে ইরানের বহুল প্রতীক্ষিত পরমাণু আলোচনা। তারই অংশ হিসাবে সোমবার তেহরান যাবেন ‘আইএইএ’ প্রধান। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ভিয়েনা আলোচনা গঠনমূলক হতে হবে। বাকি পক্ষগুলোকে দিতে হবে আন্তরিকতার প্রমাণ।
দাবি একটাই, ইরানের ওপর থেকে তুলতে হবে সব নিষেধাজ্ঞা।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাঈদ খতিব জাদেহ বলেন, আমরা ভিয়েনার আলোচনায় যেতে প্রস্তুত, তবে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারই আমাদের দাবি। বরাবরই আইএইএ-কে বলেছি, সহযোগিতামূলক সম্পর্ক রাখার কথা। কোনো দেশ যাতে সংস্থাটির নামে তাদের রাজনৈতিক প্রভাব না খাটায়। পরিস্থিতি অনুযায়ী আমাদের পরবর্তী পদক্ষেপ নেবো।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply