৪৮ ঘণ্টার আলটিমেটাম, সায়েন্স ল্যাব ত্যাগ করলো শিক্ষার্থীরা

|

গণপরিবহনে নারীর নিরাপত্তা নিশ্চিত ও বাসে অর্ধেক ভাড়া কার্যকরের দাবিতে সরকারকে ৪৮ ঘণ্টার সময়সীমা বেঁধে দিয়ে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকা থেকে সরে এসেছে শিক্ষার্থীরা।

গত কয়েকদিনের মতো আজ মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল থেকে রাজধানীর বিভিন্ন এলাকায় অবস্থান নেয় শিক্ষার্থীরা।
এসময় বকশি বাজার মোড় অবরোধ করে সাত কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। অর্ধেক ভাড়া দেয়া নিয়ে কথা কাটাকাটির জেরে গতকাল ঢাকা কলেজের এক শিক্ষার্থীর গায়ে হাত তোলে বাসের সহকারী। এর আগে, নারী শিক্ষার্থীকে ধর্ষণের হুমকি দেয়া, বাস থেকে নামিয়ে দেয়ার মত ঘটনাও ঘটেছে। বিক্ষোভে শিক্ষার্থীদের ‘হাফ পাস আমার অধিকার, নয় কোনো আবদার’ এমন স্লোগান দিতে দেখা যায়।

পরবর্তীতে দুপুর প্রায় দেড়টার দিকে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব এলাকা থেকে সরে যায়। বিক্ষোভ স্থগিত করার আগে তারা ঘোষণা দেয়, আগামী বৃহস্পতিবাররে মধ্যে দাবি না মানা হলে ওই দিন আবারও মাঠে নামবে শিক্ষার্থীরা।

আন্দোলনরত শিক্ষার্থীরা জানান, নতুন ভাড়া কার্যকর হওয়ার পর থেকে আগের মতো অর্ধেক ভাড়া নেয়া হচ্ছে না। অর্ধেক ভাড়া দিতে গেলে বাসের চালক ও সহকারীরা বাজে ব্যবহার করছে। আমাদের দাবি ন্যায্য। অতএব আমাদের পাশে সরকার ও প্রশাসনের থাকা উচিৎ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply