কঙ্গোতে বন্দুকধারীদের হামলায় নিহত অন্তত ১২

|

কঙ্গোর ইতুরি প্রদেশের এক গ্রামে বন্দুকধারীদের হামলায় প্রাণ গেছে কমপক্ষে ১২ জনের। দেশটির সামরিক বিভাগের মুখপাত্র জানিয়েছে এ তথ্য।

সোমবার (২২ নভেম্বর) তারা জানায়, রোববার গভীর রাতে গ্রামটিতে প্রবেশ করে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী কোডেকো। এলোপাতাড়ি তাণ্ডব চালায় পুরো এলাকায়। নিহতদের মধ্যে ছয় শিশু, দুই নারী ও চারজন পুরুষ। মৃতের সংখ্যা আরও বেশি বলে আশঙ্কা স্থানীয়দের।

পশুপালন ও কৃষিজমিতে আধিপত্যকে ঘিরে কোডেকো গোষ্ঠীর সাথে হেমা গোষ্ঠীর দ্বন্দ্ব বেশ পুরোনো। দুই পক্ষের হামলা পাল্টা হামলায় প্রায়ই এ ধরনের রক্তক্ষয়ী সংঘাতের ঘটনা হয়, যাতে প্রাণ যায় নিরীহ গ্রামবাসীদের।

জাতিসংঘের তথ্য অনুযায়ী, ২০১৭ সাল থেকে কোডেকো গোষ্ঠীর হামলায় ইতুরি প্রদেশে নিহতের সংখ্যা কয়েকশ।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply