রোহিঙ্গা ক্যাম্পে স্বামীর হাতে স্ত্রী খুন, আটক সতীন

|

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প।

কক্সবাজার প্রতিনিধি:

পারিবারিক কলহের জের ধরে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে খালেদা বেগম (২৫) নামে এক নারীকে জবাই করে হত্যার ঘটনা ঘটেছে।

কক্সবাজারের উখিয়ার ১৪ নম্বর হাকিম পাড়া ক্যাম্পের সি-২ ব্লকের ১৪৫ নম্বর শেডে আজ সোমবার (২২ নভেম্বর) বিকালে এ হত্যাকাণ্ড সংঘঠিত হয়।

রোহিঙ্গা ক্যাম্পের আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আমর্ড পুলিশ ব্যাটালিয়নের ৮ এর অধিনায়ক শিহাব কায়সার খান জানান, পারিবারিক কলহের জের ধরে স্বামী হাফেজ আহমদ (৩০) ধাড়ালো দা দিয়ে এ হত্যাকাণ্ড সংঘঠিত করেছে বলে জানা গেছে। এ ঘটনায় স্বামী হাফেজ পলাতক রয়েছে।

ঘটনাস্থল থেকে জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহভাজন হিসেবে নিহতের সতীন নুর হাসিনা(২২) এবং স্বামী হাফেজ আহমদের ভগ্নিপতি মোহাম্মদ আলী(৩৫) কে আটক করা হয়। বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে এপিবিএন।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply