মাঠ থেকে সরাসরি হাসপাতালে তাসকিন

|

ছবি: সংগৃহীত

ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাই হয়েছে বাংলাদেশ। শেষ ম্যাচে আরও একটি দু:সংবাদ হলো তাসকিনের ইনজুরি। সেই কারণে তাকে হাসপাতালে যেতে হয়েছে। চোটের জায়গায় সেলাই করতে হবে এই তারকা পেসারের। ফলে পাকিস্তানের বিপক্ষে তার টেস্ট খেলা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে পাকিস্তান ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিং ডেলিভারি দেওয়ার পর নিজের বলে নিজেই ফিল্ডিং করতে গিয়ে বিপদ ডেকে আনেন তাসকিন। বাবর আজমের স্ট্রেইট ড্রাইভ ঠেকাতে গিয়ে বল হাতে লাগে তার।

মাঠ থেকে উঠে গিয়ে প্রাথমিক চিকিৎসা নেন তাসকিন। পরে আবার মাঠে ফিরে বলও করেন তিনি। কিন্তু ম্যাচ শেষে দলের সাথে টিম হোটেলে না ফিরে হাসপাতালে নেয়া হয় তাকে।

এখন টেস্ট সিরিজে তার থাকা নির্ভর করছে পরবর্তী রিপোর্ট পাবার ভিত্তিতে। এই চোটের কারণে পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজে তাসকিনের খেলা অনিশ্চিত। ২৬ নভেম্বর চট্টগ্রাম জহুর আহমেদে চৌধুরী স্টেডিয়ামে শুরু হবে প্রথম টেস্ট ম্যাচটি।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply