পাবজি খেলতে খেলতে রাস্তা পার, দুই স্কুলছাত্রের মৃত্যু

|

ছবি: সংগৃহীত।

বর্তমানে অনলাইন গেমগুলোর মধ্যে জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করছে পাবজি। কারো কারো এই গেমের আসক্তি এতোটাই তীব্র যে, তারা চারপাশের সবকিছু ভুলে যান। এজন্যই পৃথিবীর বেশ কয়েকটি দেশে নিষিদ্ধ করা হয়েছে গেমটি। খবর এনডিটিভি।

রোববার (২১ নভেম্বর) ভারতের উত্তর প্রদেশে পাবজি খেলতে খেলতে রাস্তা পার হওয়ার সময় দুই স্কুলছাত্রের মৃত্যু হয়েছে।

রেল লাইন পার হওয়ার সময় পাবজি খেলায় মগ্ন ছিল স্কুলছাত্র কপিল (১৮) ও রাহুল (১৬)। তারা দু’জনই দশম শ্রেণির ছাত্র।

খবরে বলা হয়, কপিল ও রাহুল সকালে হাঁটতে বের হয়েছিল। কিন্তু রেল লাইন দিয়ে চলার সময় তারা দু’জনই মোবাইলে পাবজি খেলছিল। ফলে দু’জনই ট্রেনে কাটা পড়ে।

মথুরা শহরের যমুনা পার পুলিশ স্টেশন জানায়, ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়েছে। ঘটনাস্থল থেকে দুইটি মোবাইল উদ্ধার করা হয়েছে। একটি মোবাইল ভেঙে চুরমার হয়ে যায় আর অন্যটিতে পাবজি গেম চলছিল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply